নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকছে না, প্রশাসনিক অনুমোদন

আগামী বছর থেকে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিভাগ বিভাজন থাকছে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 10:10 AM
Updated : 24 Oct 2023, 10:10 AM

নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের অভিন্ন বিষয়ে লেখাপড়ার বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ফলে আগামী বছর থেকে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিভাগ বিভাজন থাকছে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে সোমবার চিঠি দিয়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছরে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন পাঠদান চলছে। আগামী জানুয়ারি থেকে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে।

ফলে এতদিন ধরে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার যে বিভাগ বিভাজন শুরু হত, আগামী শিক্ষাবর্ষ থেকে তা আর থাকছে না।

Also Read: মাধ্যমিকে বিভাগ আর থাকছে না: শিক্ষামন্ত্রী