সচিবালয়ে বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেল, অনেকেই রয়েছেন বাড়ি ফেরার তাড়ায়। তার আগে নিজেদের মধ্যে বিদায়ী আলাপ আর আগাম কোলাকোলি সেরে নিচ্ছেন।
Published : 09 Apr 2024, 04:08 PM
রোজার ঈদ ও নববর্ষ ঘিরে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ; তার আগে শেষ কর্মদিবসেই ছুটির আমেজ চলে এসেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে।
মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেল, অনেকেই রয়েছেন বাড়ি ফেরার তাড়ায়। তার আগে নিজেদের মধ্যে বিদায়ী আলাপ আর আগাম কোলাকোলি সেরে নিচ্ছেন।
১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে চলতি বছরের ছুটির তালিকা বছরের শুরুতেই সাজিয়ে রেখেছে সরকার। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি ধরা হয়েছে ১০, ১১ ও ১২ এপ্রিল। ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শনিবার, ১৪ এপ্রিল নববর্ষের ছুটি।
ঈদের আগে ৭ এপ্রিল ছিল শবে কদরের ছুটি। তার আগের দুদিন ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি ছিল। স্কুল আগেই ছুটি হয়ে যাওয়ায় অনেকেই আগেভাগে পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন।
বুধবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি; ফলে অনেকেই মঙ্গলবার অফিস থেকে আগেভাগে বেরিয়ে গেছেন ট্রেন বা বাস ধরার জন্য। কেউ কেউ ৮ ও ৯ এপ্রিল বাড়তি ছুটি নেওয়ায় পেয়ে গেছেন ১২ দিনের দীর্ঘ অবকাশ।
সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কম।
সকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা কর্মচারীরা আছেন ছুটির আমেজে।
দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকটি দপ্তর ঘুরে অনেক চেয়ারই ফাঁকা দেখা গেছে।
যারা তখনও অফিসে ছিলেন, তাদের বেশিরভাগই মেতে ছিলেন খোশগল্পে। কেউ কেউ নিজেদের মধ্যে ঈদ সালামির জন্য নতুন টাকাও বিনিময় করেন। কেউ কেউ দপ্তরের অধস্তনদের ঈদ সালামি দিচ্ছিলেন। ঈদের উপহারও বিনিময় হচ্ছিল।
নৌ পরিবহণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, "এবার ঈদের ছুটি ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে পাঁচ দিন ছুটি পাওয়ায় অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছে।"