ঘরে স্ত্রীর গলা কাটা লাশ, পাশে ঝুলন্ত স্বামী

একজনকে হত্যার পর অন্যজন আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 04:18 PM
Updated : 29 Nov 2022, 04:18 PM

ঢাকার যাত্রাবাড়ীর একটি বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে স্ত্রীর লাশ পড়ে ছিল গলাকাটা অবস্থায়, পাশে ছিল স্বামীর ঝুলন্ত লাশ।

পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যার পর যাত্রাবাড়ীর কাজলার মোহাম্মদ আলীর বাড়ির নিচতলার বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম।

স্বামীর নাম রবিউল (২৬), স্ত্রীর নাম বেবী আকতার (২০)। তারা দুজনই পোশাক শ্রমিক। দুই সপ্তাহ আগে ওই বাসা ভাড়া নিয়েছিল বলে পুলিশ জেনেছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার জিয়াউল আহসান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘরের জানালা খোলা ছিল। দীর্ঘক্ষণ ধরে ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পাশের ঘরের লোকজন ডাকাডাকি করে। এতে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে দুজনকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।”

পুলিশ গিয়ে বেবীকে মেঝেতে গলাকাটা অবস্থায় এবং রবিউলকে ঝুলন্ত অবস্থায় পায়।

জিয়াউল বলেন, “আমরা ধারণা করছি, যুবকটি ওই নারীকে গলা কেটে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”

সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেলেও ঘটনাটি দুপুরে ঘটেছে বলে পুলিশের ভাষ্য।

কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্ত হচ্ছে বলে জানান উপ-কমিশনার জিয়াউল।

রবিউল ও বেবীর বিয়ে তাদের পরিবার মেনে নেয়নি বলে পুলিশ জানতে পেরেছে।