ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে; তবে রাত ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
Published : 19 Feb 2023, 09:26 PM
রাজধানীর গুলশানে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত একজনের মৃত্যুর খবর এসেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রোবববার রাত ১০টার দিকে একজন পুরুষের মৃতদেহ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা।
রোববার সন্ধ্যা ৭টায় গুলশান-২–এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ওই আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে; তবে রাত ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবারের বসবাস। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। আগুন থেকে বাঁচতে ব্যালকনি থেকে কয়েকজনকে লাফিয়ে নিচে নামতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, চারজন নারী ও তিনজন পুরুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে কতজন ভেতরে আটকে আছেন, তা জানা যায়নি।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।