গুলশানে ভবনে আগুন

১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2023, 02:28 PM
Updated : 19 Feb 2023, 02:28 PM

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন জানান, রোববার সন্ধ্যা ৭টায় গুলশান-২–এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ওই ভবনে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মানারাত স্কুলের পাশে ওই ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা। আমাদের নয়টি ইউনিটের ৬৫ জন কর্মী সেখানে কাজ করছেন।”

আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবারের বসবাস। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। একজন নারী ও তিনজন পুরুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কতজন ভেতরে আটকে আছেন, তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় ধোঁয়ায় ছেয়ে গেছে। এর মধ্যেই ওই ভবন থেকে একজন বয়স্ক ব্যক্তিকে সরিয়ে নিতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।