ডাচ্-বাংলার অর্থ লুট: আরও দুজন রিমান্ডে

এই ঘটনায় এনিয়ে এই পর্যন্ত যে ১১ জন গ্রেপ্তার হলেন, তাদের সবাইকেই রিমান্ডে পেল পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 05:12 PM
Updated : 15 March 2023, 05:12 PM

ঢাকার উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংএকর সোয়া ১১ কোটি ছিনতাইয়ের পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার আকাশ আহমেদ বাবুলসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এই ঘটনায় এনিয়ে এই পর্যন্ত যে ১১ জন গ্রেপ্তার হলেন, তাদের সবাইকেই রিমান্ডে পেল পুলিশ।

আকাশের সঙ্গে বুধবার রিমান্ডে পাঠানো হল মিলন মিয়াকে। তাদের সঙ্গে গ্রেপ্তার হৃদয় মিয়াকে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক সাজু মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের জন্য হেফাজতে পেতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন।

আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না।

এর আগে গত ১২ মার্চ গ্রেপ্তার ৮ জনের পাঁচ দিন রিমান্ডের আদেশ হয়েছিল। তারা হলেন- আকাশ, ইমন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সোনাই মিয়া।

গত ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানি গাড়ি করে ১১ কোটি ২৫ লাখ টাকা ডাচ্-বাংলার বুথে ভরার জন্য নেওয়ার সময় সেই অর্থ লুট হয়। পরে গোয়েন্দা পুলিশ ১১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা উদ্ধারের কথা জানিয়েছে।

Also Read: ডাচ্-বাংলার টাকা লুট: গ্রেপ্তার আরও ৩