প্রার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই এসএমএস এর মাধ্যমে মোবাইলে জানানো হবে।
Published : 23 Apr 2024, 06:57 PM
ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।
মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
আগামী শুক্রবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হবে।
এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থী, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
পিএসসি বলছে, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই এসএমএস এর মাধ্যমে মোবাইলে জানানো হবে।
পিএসসি (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকেও পরীক্ষার্থীরা আসনবিন্যাস জানতে পারবেন।
নির্দেশনা
বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ নিয়ে প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষার হলের গেইটে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোন আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
কোনো প্রার্থী পরীক্ষায় নকল করলে বা মোবাইল ফোন বা কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ প্রবেশ করলে এবং ওই প্রযুক্তির মাধ্যমে কোন অসদুপায় অবলম্বন করলে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল হবে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
গত ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিনারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হলেও একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থাকায় এ পরীক্ষা দেড় মাস পিছিয়ে দেওয়া হয়।
সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরে ১০ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়। এবার সোয়া ৩ লাখের বেশি চাকরিপ্রত্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় বসতে আবেদন করেছেন।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।