ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়ন কার্যক্রম সরেজমিন মনিটরিংয়ের নির্দেশ

গত ৯ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 05:38 PM
Updated : 20 Nov 2023, 05:38 PM

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সরেজমিন মনিটরিং করে সেই তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

রোববার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েন উইং থেকে জেলা ও উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে। মূল্যায়নের তথ্য ২৭ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। 

চিঠিতে বলা হয়, সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যথাযথ নিয়মে হচ্ছে কি না তা সরেজমিন মনিটরিং করা প্রয়োজন। 

সেজন্য শিক্ষা কর্মকর্তা ও তার কার্যালয়ের অধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে গুগল ফর্ম লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। 

গত ৯ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু হয়েছে।