আইইউবিতে দুই দিনের টেকফেস্ট অনুষ্ঠিত

এই আসরে উপস্থাপিত প্রকল্পগুলো বিচার বিশ্লেষণ করে রায় দেন বিচারকরা; জয়ীরা পুরস্কার হিসেবে ৮৫ হাজার টাকা ও সনদ পেয়েছে

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 03:21 PM
Updated : 5 Dec 2022, 03:21 PM

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই দিনব্যাপী টেকফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরতে প্রতিবছর এই উৎসব আয়োজন করা হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনি ও রোববার আইইউবির এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। সমাজের উন্নয়নে প্রযুক্তিগত সমস্যা সমাধানে শিক্ষার্থীদের তাদের ধারণা ও উদ্ভাবন উপস্থাপনে এই ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের উৎসাহিত করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টেকফেস্টের প্রতিযোগিতা বিভাগের বিচারকরা শিক্ষার্থীদের প্রকল্পগুলোর উদ্ভাবন, সৃজনশীলতা, উপস্থাপনা ও জটিলতার বিবেচনায় অংশগ্রহণকারী দলগুলোকে মূল্যায়ন করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের সনদ ও ৮৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

আইইউবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম।