এই শোভাযাত্রা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট পরিহারে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
Published : 14 Feb 2024, 10:32 AM
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
বুধবার এই শোভাযাত্রা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট পরিহারে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
শোভাযাত্রার পথ
ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাই কোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত। যানবাহনগুলোকে বুধবার বিকাল ৩-৫টা পর্যন্ত এই রুট পরিহার করতে বলা হয়েছে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে।
ডিএমপির নির্দেশনা
>> জন্মাষ্টমীর শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্ক করা যাবে না ।
>> রুট এলাকার আশপাশের সব দোকান শোভাযাত্রা চলাকালে বন্ধ রাখতে হবে।
>> উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর যাবে না
>> শোভাযাত্রার শুরুতেই অংশ নিতে হবে। মাঝপথে কেউ অংশ নিতে পারবে না।
>> হাতব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট সঙ্গে নেওয়া যাবে না।
>> শোভাযাত্রা চলাকাও রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।
>> রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
>> সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।
>> স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলতে হবে।
>> ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।
>> শোভাযাত্রাকালীন পুলিশ নির্দেশিত বিকল্প সড়কে যান চলাচল করতে হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)