সারাদেশে আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট এ নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 10:11 AM
Updated : 20 Nov 2022, 10:11 AM

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সারাদেশে আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ নিয়েছে সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালত প্রশাসন থেকে রোববার দুপুরে অধস্তন আদালতগুলোতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মাদ সাইফুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সারাদেশের অধস্তন আদালতগুলোতে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মৌখিকভাবে জানিয়েছে।”

রোববার দুপুরে পুরান ঢাকার আদালত পাড়ায় ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়ে যায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি।

Also Read: ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়েছে দীপন ও অভিজিৎ হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি

তারা হলেন: মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

এ ঘটনার পর পলাতক দুই আসামির খোঁজে পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টার দিকে তারা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি।”