দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায় ৭৬ মিলিমিটার।
Published : 28 Apr 2023, 09:19 PM
মাঝ বৈশাখে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে, যাতে কেটেছে তাপপ্রবাহ। তবে এতেও গরমের অস্বস্তি খুব একটা কাটেনি।
শনিবারও কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
ঈদের আগে ও পরের বৃষ্টিতে আগের দফার টানা তাপপ্রবাহ কিছুটা কমে তপ্ত গরমের ভাব কমেছিল দেশজুড়ে। মাঝে কয়েকদিন বৃষ্টির দেখা না মিললে উত্তাপ আবার বাড়াতে শুরু করে নতুন করে তাপপ্রবাহ দেখা দেয়।
এ দফার বৃষ্টির আগে টানা তিন দিন ধরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।
বিরতির পর আবার বিস্তীর্ণ অঞ্চলে গত ২৪ ঘণ্টার ঝড় ও বজ্রবৃষ্টিতে তাপপ্রবাহ প্রশমিত হয়েছে। এতে তীব্র গরমও কিছুটা কমেছে।
শুক্রবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ঝিনাইদহে ১০ মিনিটের ঝড়ে ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি
ঝড়, বন্যা, তাপদাহ সবই আছে এপ্রিলের পূর্বাভাসে
দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে
এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, বদলগাছী, ময়মনসিংহ, নেত্রকোণা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ভোলায় ঝড়-বৃষ্টি হয়েছে।
দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায় ৭৬ মিলিমিটার। এসময় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
বৃষ্টি নেমেছে, আবার নামতে পারে
আবহাওয়ার বৈরী রূপে বজ্রময় এপ্রিল
বজ্রপাতের মওসুম শুরু, সচেতনতার তাগিদ
আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সবশেষ তিন দিনের তাপপ্রবাহের আগে চলতি মাসে দেশজুড়ে দুই সপ্তাহ ধরে তাপপ্রবাহ বয়ে যায়। এতে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। পাঁচ দশকের মধ্যে এবারও তাপমাত্রা এতটা উত্তাপ ছড়ায় যাতে দেশজুড়ে জনদুর্ভোগ তৈরি হয়।