সাংবাদিক কামরুল মারা গেছেন

লিভার ট্রান্সপ্লান্টের জন্য তাকে কয়েকদিনের মধ্যে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2023, 05:55 PM
Updated : 2 May 2023, 05:55 PM

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

৬৩ বছর বয়সী কামরুল লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। লিভার ট্রান্সপ্লান্টের জন্য তাকে কয়েকদিনের মধ্যে ভারতে নেওয়ার প্রস্তুতিও চলছিল।

বুধবার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে তাকে দাফন করা হবে।

কামরুল ইসলাম সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন দৈনিক সংবাদে। অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা করেছেন তিনি। তিনি ১৯৯১ সালে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (বাসসে) যোগ দেন। সেখানে তিনি বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, বিশেষ প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২২ সালে তিনি অবসরে যান।

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামে দীর্ঘসময় সভাপতি ছিলেন কামরুল। কর্মজীবনে তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।