কলেজ পড়ুয়া দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে তার ‘একান্ত মুহূর্তে’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওই ব্যক্তি, বলছে সিআইডি।
Published : 21 May 2024, 12:27 AM
সাবেক স্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হেয়’ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রকৌশলী পরিচয় দিয়ে এক কলেজ ছাত্রীকে দ্বিতীয় বিয়ে করা জাহাজের এক খালাসী।
আবুল কালাম শেখ নামের এ ব্যক্তিকে রোববার বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, প্রথম স্ত্রী ও তাদের সন্তানের তথ্য গোপন করে ওই কলেজ ছাত্রীকে বিয়ে করেন কালাম। তার সঙ্গে ধারণ করা একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ছিল তার কাছে। ‘প্রতারণা’ ধরে ফেলায় ওই তরুণী তাকে তালাক দেন।
তদন্তকারীরা বলছেন, এরপরও স্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে চাপ দিয়েও রাজি করাতে না পারায় তাকে সামাজিকভাবে হেয় করতে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটকে সেসব ছবি, ভিডিও ছেড়ে দেন কালাম।
এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী তরুণী আদালতের শরণাপন্ন হলে ঢাকার লালবাগ থানাকে মামলা নিতে এবং সিআইডিকে তদন্ত করতে নির্দেশ দেন বিচারক।
সিআইডি বলেছে, বেসরকারি জাহাজের খালাসী হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করা কালাম ইংরেজি বলায় বেশ পটু। ফেইসবুকে এই কলেজ ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়, যার কাছে নিজেকে ‘জাহাজের প্রকৌশলী’ পরিচয় দিয়ে তাকে পটিয়ে সম্পর্ক গড়ে তোলেন।
মামলার এজাহারের বরাতে সিআইডি বলেছে, কালাম মূলত অষ্টম শ্রেণি পাস। পরিচয় গোপন করে ওই তরুণীকে ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে করে খুলনা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এরই মধ্যে প্রথম বিয়ের কথা ওই তরুণী জেনে যাওয়ায় তাদের মধ্যে কলহ দেখা দেয়। প্রথম স্ত্রীর সঙ্গে মিলেমিশে ঘর করতে জোর করতে থাকেন কালাম। এতে রাজি না হওয়ায় ওই তরুণীকে মারধরও করেন।
মামলায় অভিযোগ, পরিস্থিতি জটিল হয়ে উঠলে কালামকে তালাক দিয়ে ঢাকায় এসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন ভুক্তভোগী তরুণী। পরে কালাম ঠিকানা জোগাড় করে ঢাকায় এসে তার সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা চালান; না পেরে নির্যাতন করেন।
এতেও ব্যর্থ হয়ে ওই কলেজ ছাত্রীর সঙ্গে তার ‘একান্ত মুহূর্তে’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন কালাম, যার সত্যতা পাওয়ার দাবি করেছে সিআইডি।