মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন।
Published : 05 Mar 2025, 05:48 PM
হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত সহকারী মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারকে (৫০) গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (মিডিয়া) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি ২০০৯-১০ সালে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. মনির হোসেন নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলার একজন সন্দিগ্ধ আসামি মনোয়ার হোসেন।
ভুক্তভোগী মনির হোসেন নিজেই গত বছর ২১ সেপ্টেম্বর আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।
গতবছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।