কীভাবে অভিযোগ দায়ের করা যায় তা জানতে কথা বলেছেন প্রধান কৌঁসুলির সঙ্গে।
Published : 22 Dec 2024, 05:46 PM
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রায় নয় বছর আগে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী গুম সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন।
রোববার দুপুরে তিনি ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে জানতে চান।
পরে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন।
সাত মাস ‘গুম’ ছিলেন দাবি করে তিনি বলেন, এ বিষয়ে কীভাবে অভিযোগ দায়ের করা যায় তা জানতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। এ বিষয়ে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে কথা বলেছেন।
২০১৫ সালের নভেম্বরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করে শেখ হাসিনার সরকার। তিনি সাকা চৌধুরী নামে বেশি পরিচিত ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আন্দোলনের সময় হত্যা ও বিভিন্ন সময় ‘গুমের’ ঘটনায় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রী-এমপি, দলের শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বহু অভিযোগ জমা পড়েছে।
২০১৭ সালের জুলাইয়ে দেওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর প্রতিবেদনে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে হুম্মাম কাদেরসহ কয়েকজনের নাম ছিল, যাদের ২০১৬ সালে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
হুম্মাম ‘নিখোঁজ হওয়ার’ সাত মাস পর গত মার্চে বাড়ি ফেরেন, যাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।