‘জ্ঞাত আয়বহির্ভূত’ ২ কোটি ৬১ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জিন্নাহর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
Published : 14 Jan 2025, 05:47 PM
বগুড়ার সাবেক এমপি মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নাহর স্ত্রী মোহসীনা আকতারের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের পাশাপাশি তার জমি ও ট্রাক জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক সিফাত উদ্দিন ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ‘জ্ঞাত আয় বর্হিভূত’ সম্পদ জব্দের আবেদন করেন। প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুদকের পক্ষে শুনানি করেন।
শুনানি নিয়ে বিচারক বগুড়ার বিভিন্ন ব্যাংকে মোহসীনার পাঁচটি হিসাবে থাকা ৩০ লাখ ৯১ হাজার ৭০৯ টাকা অবরুদ্ধ, ২৪ লাখ ২৪ হাজার ৪০০টাকা মূল্যের ১১২ শতক জমি ও ১৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি ছোট ট্রাক জব্দের আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, জিন্নাহর ‘অবৈধ আয়’ থেকে তার স্ত্রী ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় দুদক মামলা করেছে। মোহসীনা আকতার দুদকে যে সম্পদ বিবরণী দিয়েছেন, সেখানে ৪ লাখ ৬৬ হাজার ১৪২ টাকার সম্পদের তথ্য গোপন করে ‘মিথ্যা তথ্য’ দিয়েছেন।
“মামলার পর মোহসীনা আকতার তার সম্পদ স্থানান্তর, বেহাত করার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। এজন্য তার সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।”
ক্ষমতার পালাবদলের বগুড়া-২ আসনের সাবেক এমপি মোহাম্মদ শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
আরও পড়ুন-
বগুড়ার এমপি জিন্নাহ, স্ত্রীসহ সাবেক সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল, এমপি জিন্নাহসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধ