জিন্নাহ ও কবিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত চলছে।
Published : 01 Oct 2024, 07:33 PM
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল এই আদেশ দেন।
দুদকের অনুসন্ধান কর্মকর্তারা আদালতে দুটি পৃথক আবেদন করেন।
জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।
কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়া।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য দিয়েছেন দুদক নিয়োজিত সরকারী কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।
তিনি বলেন, জিন্নাহ ও কবিরের বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে। তারা যাতে তদন্ত চলাককালে দেশত্যাগ করতে না পারেন, সে জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক এমপি জিন্নাহ ও কবিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে। অভিযোগের মধ্যে অবৈধ সম্পদ অর্জন, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।