Published : 23 Mar 2025, 10:09 PM
তিন মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় পৌনে তিন লাখ আবেদন নিষ্পত্তি করার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য দেন।
তিনি বলেন, "আমরা ৩ লাখ ৭৮ হাজার আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন করার একটি বিষয় বলেছিলাম। ১৬ মার্চ পর্যন্ত আমরা দুই লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি করতে পেরেছি আগের আবেদনসহ।”
এর মধ্যে আরও ৩ লাখের মত আবেদন জমা হওয়ার তথ্য দিয়ে হুমায়ুন কবীর বলেন, “যেগুলো আবেদন পেন্ডিং আছে, সেগুলো আগামী ছয় মাসের (সেপ্টেম্বরের) মধ্যে ক্লিয়ার করতে হবে।
“আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক। নিবন্ধনের কাজটা কমে এলে আমরা পুরো মনযোগ সেখানে দিতে পারব।"
গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার সপ্তাহ দুয়েক পর গত ১৯ ডিসেম্বর এনআইডি ডিজি সাংবাদিকদের বলেছিলেন, তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হবে।
ডিজি বলেন, “যে গতিতে আবেদন নিষ্পত্তি হচ্ছে, তা ধরে ধরে রাখতে পারলে আমরা জনভোগান্তি কমাতে পারব। ”
ভোটার নিবন্ধনের কাজ শেষ হবে ৫ মে। জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা শেষ করার কথা রয়েছে।
ডিজি বলেন, “এ সময়ে যেসব আবেদন জমা পড়বে, তার কিছু হয়ত থেকে যাবে। কারণ জনবল বাড়ানো সম্ভব হবে না।”
বর্তমানে ১২ কোটি ৩৭ লাখেরও বেশি নাগরিকের তথ্য রয়েছে ইসির ডেটাবেজে।
এনআইডি সংশোধনে আর্থিক লেনদেনের অভিযোগ আসে কিনা জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, "কিছু জায়গায় এ চক্র কাজ করছে। কেউ কেউ টাকাপয়সা নিয়েছে, এমন অভিযোগও আমি পেয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।”
ইতোমধ্যে ইসি কর্মীসহ কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “আমরা ডিবিকে কাজে লাগিয়েছি। ঠাকুরগাঁওয়ে আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটরকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নরসিংদীতে মামলা হয়েছে দুজনের বিরুদ্ধে।”
আরও পড়ুন
এনআইডি সংশোধনের পৌনে ৪ লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির
এনআইডি সেবা সহজীকরণে 'তৎপর' ইসি
ইউএনএইচসিআর-এর 'রোহিঙ্গা ডেটাবেজ' ব্যবহার করবে ইসি
জালিয়াতির মাধ্যমে এনআইডি: নির্বাচন কমিশনের দুই কর্মী বরখাস্ত