বিশ্ববিদ্যালয়গুলোর আগের নাম ও নতুন নামের একটি ছবি শেয়ার করেছেন দুই উপদেষ্টা।
Published : 16 Jan 2025, 07:52 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম ‘পরিবর্তনের’ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।
বৃহস্পতিবার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের ফেইসবুকে সরকারের এ সিদ্ধান্তের তথ্য তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়গুলোর আগের নাম ও নতুন নামের একটি ছবি শেয়ার করেন দুই উপদেষ্টা। তবে নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে আরও কোনো তথ্য দেননি তারা।
উপদেষ্টাদের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম সেগুলো যে জেলা বা এলাকায় অবস্থিত সেখানকার নামে করা হয়েছে।
এর আগে সরকার ১৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম বদল করে যেগুলো থেকে বঙ্গবন্ধু ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের নাম বাদ দেওয়া হয়।
বর্তমানে দেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকার বদলের পর এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়নি। নাম পরিবর্তন করতে হলে এসব বিশ্ববিদ্যালয়ের আইন বদল করতে হবে।
উপদেষ্টাদের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বদলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চালু হওয়ার অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়রতপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের নাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ করা হয়েছে।