শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।
Published : 28 Mar 2025, 09:08 AM
চীনে চার দিনের সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকটি শুরু হয়।
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেছিলেন, শি জিনপিং ও মুহাম্মদ ইউনূসের বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনারও সুযোগ রয়েছে। এছাড়া স্বাস্থ্য, রোহিঙ্গা, জিডিআই, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।
বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
এদিন চীনের একটি হাইটেক পার্কে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে ইলেক্ট্রিক ভেহিকল, সোলার প্লান্ট ও চিপস কারখানা পরিদর্শন করবেন।
প্রধান উপদেষ্টা চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।
এর আগে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার বৃহস্পতিবার চীনের হাইনানে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন।
সেখানে তিনি একটি যৌথ ভবিষ্যৎ বিনির্মাণ এবং সমৃদ্ধির জন্য এশীয় দেশগুলোকে স্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশ যে বহু বছর ধরে দুর্নীতি ও অর্থপাচারের শিকার হয়েছে, সে কথা তুলে ধরে এশিয়ার দেশগুলোকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও ফেরত আনার একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বানও রাখেন মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এদিন চীনের হাইনান শহরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সঙ্গেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার।
বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও’র মহাপরিচালক কু ডংইউ এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার সাবেক উপ-গভর্নর উ শিয়াওলিংয়ের সঙ্গেও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠক করেন।
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা-বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে বুধবার চীনে পৌঁছান ইউনূস।
ওইদিন দুপুর ১টায় চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ইউনূস চীনের উদ্দেশে রওনা হয়ে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনান প্রদেশে পৌঁছান।
তার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেই সঙ্গে আসতে পারে কিছু ঘোষণা।
পররাষ্ট্র বিষয়ক মো. তৌহিদ হোসেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হয়েছেন।
বিআরআইয়ে যোগ দিতে পেরে বাংলাদেশ গর্বিত: ইউনূস
বাংলাদেশে আরও গম ও সার রপ্তানিতে আগ্রহী রাশিয়া
মুনাফার চেয়ে মানুষে বেশি গুরুত্ব চান ইউনূস
পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে এশীয় ব্যবস্থাপনা চান ইউনূস