“যে-কোনো শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিকই ওই নির্মম হামলার ঘটনার ন্যায়বিচার চায়,” বলা হয়েছে বিবৃতিতে।
Published : 02 Dec 2024, 01:07 AM
একুশে অগাস্ট গ্রেনেড মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের আপিলের মধ্য দিয়ে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে’ বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
রোববার গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও মনে করেন, হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির বিবৃতিতে বলা হয়, সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এ রায়ের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
“গণতান্ত্রিক আইনজীবী সমিতি আশা করে, এ মামলার রায় দেখে রাষ্ট্রপক্ষ আপিলের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখবে।”
২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডকে ‘জাতীয় জীবনে একটি ন্যক্কারজনক ঘটনা’ হিসেবে বর্ণনা করে বিবৃতিতে বলা হয়, যে-কোনো শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিকই ওই নির্মম হামলার ঘটনার ন্যায়বিচার চায়।
হত্যাকাণ্ডে জড়িত এবং এর নেপথ্যের হোতাদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতিতে বলা হয়, এই বিচার নিয়ে বিগত স্বৈরশাসকের আমলে ‘নানা ধরনের প্রহসন’ সংঘটিত হয়েছে। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে বিগত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনে করে।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়।
সেই মামলার রায়ে জজ আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল।
আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাই কোর্ট যে রায় দিয়েছে, তাতে আসামিদের সবাইকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
এই রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, “রায় দেখে আপিল করব কি না- সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করা উচিত বলে মনে করি। এর চেয়ে ক্লিয়ার করে আর কী বলব।”
পুরনো খবর
২১ অগাস্ট মামলায় বিচার পথ বন্ধ করা হয়েছে: আওয়ামী লীগ
২১ অগাস্ট মামলার রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল
২১ অগাস্ট: রায়ে খুশি বাবর-পিন্টুর স্বজনরা, বললেন ‘ন্যায়বিচার’ পাওয়ার কথা