ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Published : 10 Apr 2025, 05:41 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস, মেয়ে সুমাইয়া আলী ঈশিতা, দুই ছেলে আশিক আলী ও মাহতাব আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশন-দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন আবেদনটি করেন।
আবেদনে বলা হয়, নোয়াখালী-৬ আসনের সাবেক মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন’, ‘খাস জমি দখল করে’ পাঁচতলা বাণিজ্যিক হোটেল নির্মাণ, ‘সন্দেহজনক লেনদেন বা অর্থ পাচার’ এবং ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ রয়েছে।
সাবেক এই সংসদ সদস্য সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, দুদক এমন তথ্য পেয়েছে দাবি করে আবেদন বলা হয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থেকে বিরত রাখা প্রয়োজন মনে করছে সংস্থাটি।
গত ৫ অগাস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি।
সে সময় হাতিয়ার চর কৈলাশে নিজ বাড়িতে ছিলেন সাবেক হয়ে যাওয়া সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস ও ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী।
১০ অগাস্ট রাত ৩টার দিকে নৌবাহিনীর তাদের হেফাজতে নেয়।
মোহাম্মদ আলী জাতীয় পার্টি, স্বতন্ত্র ও সবশেষ আওয়ামী লীগ থেকে হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং তার স্ত্রী আয়েশা ফেরদৌস একই কমিটির সহসভাপতি।