কমিটি সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী তৈরির এ ছক তৈরি করবে।
Published : 03 Sep 2024, 12:57 AM
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে নির্দেশনা দেওয়ার একদিনের মধ্যে কীভাবে তারা সম্পদের তথ্য জমা দেবেন সেটির ফরম ঠিক করতে কমিটি গঠন করা হয়েছে।
পাঁচ সদস্যের এ কমিটি সরকারের কাছে সম্পদের তথ্য দাখিল করার একটি অভিন্ন ফরম বা বিবরণী তৈরির ছক তৈরি করবে।
কমিটির প্রধান করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবকে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব আমেনা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়।
এর আগে রোববার জনপ্রশাসন সচিবের স্বাক্ষরিত এক বার্তায় সব সরকারি কর্মচারীকে সম্পদের তথ্য বা বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ২৪ দিনের মাথায় এ পদক্ষেপ নেওয়া হয়।
ফরম তৈরির কমিটির সদস্যসচিব হবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব।
কমিটির বাকি সদস্যদের কেউ যুগ্ম সচিব পদমর্যাদার নিচে হবেন তারা। কমিটিতে রাখা হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একজন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একজন, অর্থ বিভাগ থেকে একজন এবং বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থেকে একজন প্রতিনিধি।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের ফরমেট প্রণয়নে সুপারিশ পেশ করবে।
এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সচিবালয়ে সাংবাদিকদের এ কমিটি গঠন করার কথা বলেছিলেন।
তিনি বলেন, “সম্পদের হিসাব জমা না দিলে কী হবে সেটা আমরা অবশ্যই বলে দেব- দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। নেগেটিভলি না বললে পজিটিভি জিনিস আসবে না। জমা না দিলেও যা, যদি হয়- তাহলে আমি জমা দেব কেন?
“জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি (ফরম) দেব, তখন বলে দেব।”
তিনি বলেছিলেন, কমিটি আগামী সাত দিনের মধ্যে এই ফরম তৈরি করবে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ১১, ১২ ও ১৩ বিধিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক সরকারি চাকুরে এই নির্দেশনা মানেন না।
বিগত সরকারের সময় সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদ নিয়ে ব্যাপক তোলপাড় হয়।
ক্ষমতার পালাবদলের পরও প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মচারীদের দুর্নীতির খবর আসছে সংবাদমাধ্যমে। সাবেক কয়েকজন কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদকও।
আরও পড়ুন
সম্পদের হিসাব না দিলে খবর আছে: জনপ্রশাসন সচিব
সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে নির্দেশ
সরকারি কর্মচারীর সম্পদের হিসাব প্রকাশে হাই কোর্টের রুল
সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে নির্দেশ