জনগণকে কষ্টে রেখে আন্দোলন ‘চান না’ জানিয়ে অপু বলেছেন, এই পথ বেছে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায়ও ছিল না।
Published : 28 Jan 2025, 12:54 PM
দাবি মেনে না নেওয়া পর্যন্ত রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ‘কর্মবিরতি চলবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি নাজমুল হাসান অপু।
নিজেদের দাবি ‘যৌক্তিক' মন্তব্য করে কর্মবিরতির সঙ্গে আলোচনার পথও ‘খোলা রয়েছে’ বলে জানিয়েছেন এই নেতা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কমলাপুর স্টেশন শাখার সভাপতি নাজমুল হাসান অপু।
তিনি বলেন, “আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। রেলভবনে ৯০টির মতো মিটিং করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা দাবির বিষয়ে অনড়। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা কর্ম বিরতি চালিয়ে যাব।
“তবে কর্ম বিরতির সাথে আলোচনার পথও খোলা রয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।"
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি; তাতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এই কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর ঢাকার কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।
ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বড় শহরগুলো থেকে সকালে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে সোমবার রাত ১২টার আগে যেসব ট্রেন বিভিন্ন স্টেশন ছেড়ে গেছে, সেগুলো মঙ্গলবার সকালের মধ্যে তাদের গন্তব্যের স্টেশনে পৌঁছাবে।
জনগণকে ভোগান্তি-কষ্টে রেখে আন্দোলন ‘চান না’ জানিয়ে অপু বলেছেন, এই পথ বেছে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায়ও ছিল না।
তিনি বলেন, “এটা আমাদের রুটি-রুজির বিষয়। সরকার চাইলে আমাদের সাথে আলোচনায় বসতে পারে তবে আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নিলে এখনই ট্রেন চলাচল শুরু হবে৷”
ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে এসে ফিরে যাচ্ছেন যাত্রীরা। রেলপথ মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানিয়েছে, ট্রেনের যাত্রা বাতিল হলে যাত্রীদের টিকেট ফেরত দেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালকদের সংগঠন রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
“আমাদের কর্মসূচি চলছে, চলবে; যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো নিরসন না করবে।"
এদিকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আন্দোলনকারীদের দাবি পূরণের বিষয়টি নিয়ে রেল বিভাগ তাদের করণীয় করেছে। এখন বিষয়টি অর্থ বিভাগের 'হাতে রয়েছে' বলে জানিয়েছেন তিনি।
তবে সংকটের সুরাহায় রানিং স্টাফদের সঙ্গে যে কোনো সময় আলোচনায় ব্সতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা।
আরও পড়ুন:
রানিং স্টাফদের দাবি পূরণ ‘অর্থ বিভাগের হাতে’, আলোচনার দরজা খোলা: উপদেষ্টা