তার ব্যাংক অ্যাকাউন্টে ‘বিপুল অর্থ’ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
Published : 24 Oct 2024, 07:35 PM
মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক (প্রসিকিশন সার্ভিক) আমিনুল ইসলাম জানান, এদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ওই দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলমের আয়কর বিবরণীতে বেতন ভাতা ছাড়া অন্য কোন বৈধ আয়ের উৎস দেখানো হয়নি। কিন্তু বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৮২টি হিসাবে ‘অজ্ঞাত উৎস হতে অর্জিত’ ১৩৮.৩১ কোটি টাকা লেনদেন হয়েছে।
তার আয়কর নথিতে ৪.১০ কোটি টাকার নিট সম্পদ দেখানো হয়েছে। অথচ তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বর্তমানে ৩০.৬৬ কোটি টাকা স্থিতি রয়েছে।
দুদক বলছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ নিজের ও নির্ভরশীলদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি এবং তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পালানোর এবং স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টায় আছেন বলে অনুসন্ধানে জানা গেছে। সে কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে বিচারক দুদকের আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।