প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক বাতিলের সিদ্ধান্ত শোভন হয়নি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
Published : 03 Mar 2013, 11:44 AM
সোনারগাঁও হোটেলে রোববার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিরোধীদলীয় নেতার সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “না যাওয়াটা হয়ত শোভন নয়।”
বিএনপির পক্ষ থেকে দুপুরে জানানো হয়, হরতালের কারণে নিরাপত্তার শঙ্কা থেকে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সোনারগাঁও হোটেলে খালেদা জিয়ার যাওয়া সম্ভব নয়।
সোমবার বিকালে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সূচি ছিল।
ওই দিন বিএনপির জোটসঙ্গী জামায়াতের হরতাল রয়েছে। পরদিন হরতাল রয়েছে বিএনপির।
দীপু মনি বলেন, “হরতাল তো তারাই দিয়েছেন। এখন আবার নিরাপত্তার কথা বলছেন।”
সফররত প্রতিবেশী দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক বাতিল করায় বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করেছেন মহাজোটের সংসদ সদস্যরাও।
রোববার সংসদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “৩ মার্চ ভারতের রাষ্ট্রপতি আসবেন, তা অনেকদিন আগেই নির্ধারিত ছিল। এরপরও কেন হরতাল? প্রণব মুখোপাধ্যায়ের সফরকে কলঙ্কিত করার জন্য ৩-৫ মার্চকে হরতালের জন্য বেছে নেয়া হয়েছে।”
আওয়ামী লীগ সংসদ সদস্য আবদুল মান্নান বলেন, “নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে বিরোধীদলীয় নেতা সাক্ষাৎ কর্মসূচি বাতিল করেছেন। এর জন্য তিনিই দায়ী।”
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব তিন দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা পৌঁছান।
সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আগে তার সঙ্গে বৈঠক করেন দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা চুক্তি শিগগিরিই সই হবে বলে ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন।
সীমান্ত চুক্তি কার্যকরে দ্রুত এই সংক্রান্ত প্রস্তাব ভারতের পার্লামেন্টে পাস হবে বলেও আশা দিয়েছেন প্রণব।
ভারতের রাষ্ট্রপতি বলেছেন, এর জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব পার্লামেন্টের বাজেট অধিবেশনেই উত্থাপন ও পাস হবে বলে তিনি আশাবাদী।
১৯৭৪ সালে স্বাক্ষরিত চুক্তি এবং ২০১১ সালে স্বাক্ষরিত সীমান্ত সংক্রান্ত প্রটোকলগুলো বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধন করতে হবে।
সংবিধান সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে ভারতের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। পার্লামেন্টে ভাষণে তা পাসের আহ্বানও জানিয়েছেন প্রণব।
দীপু মনি বলেন, এই চুক্তি ও প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশে সংসদে অনুমোদনের প্রয়োজন রয়েছে এবং সে লক্ষ্যে কাজ চলছে।