দুই দিনের এই কর্মশালায় ৩৪ জন সাংবাদিক অংশ নেন।
Published : 19 Jan 2023, 09:31 PM
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, “ভুল সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেননা ভাবমূর্তি অর্জন করা অনেক কঠিন, অথচ একটি ভুল সংবাদ কারও ভাবমূর্তি এক মুহূর্তেই ক্ষুণ্ন করতে পারে।”
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত দুই দিনের ‘সংসদ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, “ডিজিটালাইজেশনের কারণে সাংবাদিকতার কলেবর বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তিত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং গুণগত সংবাদ প্রচারে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। সবার অংশগ্রহণে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার কাজ করে যেতে হবে।”
সমাপনী দিনে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ তুলে দেন তিনি।
বিপিজেএ সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিপিজিএ-র সাধারণ সম্পাদক নাফিজা দৌলা এবং এমআরডিআইয়ের ব্যবস্থাপক (বাস্তবায়ন) সানাউল হক দোলন বক্তব্য রাখেন।
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর পৃষ্ঠপোষকতায় এ প্রশিক্ষণ কর্মশালায় সংসদ বিটের ৩৪ জন সাংবাদিক অংশ নেন।