গোলাম ফারুককে আটকনোর পর জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হয়েছে।”
Published : 27 Oct 2024, 02:39 PM
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিদেশ যাওয়ার সময় আটকে দেওয়ার খবর এসেছে।
শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার রাত আড়াইটার দিকে পুলিশের সাবেক এই কর্মকর্তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় বাধা দেওয়া হয়।
তিনি বলেন, “উনি (গোলাম ফারুক) বিদেশ যাওয়ার জন্য ইমিগ্রেশনে এসেছিলেন। তবে তার ইমিগ্রেশন হয়নি। তাকে আটকে দেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে ফেরত পাঠানো হয়েছে।”
গোলাম ফারুক ব্যাংককে যাওয়ার উদ্দেশে থাই এয়ারওয়েজের ফ্লাইট (টিজি-৩৪০) ধরতে বিমানবন্দরে গিয়েছিলেন।
গোলাম ফারুক ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান।