“পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, স্বাভাবিক হয়ে আসছে। একটা পর্যায়ে জনগণের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসলে আমরা কারফিউ তুলে নেব”, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন।
Published : 27 Jul 2024, 11:25 PM
নতুন সপ্তাহের প্রথম তিন কর্মদিবস রবি থেকে মঙ্গলবার কারফিউ শিথিলের মেয়াদ আরও বাড়াল সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই তিনদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বিধিনিষেধ থাকবে না।
শনিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, “পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, স্বাভাবিক হয়ে আসছে। একটা পর্যায়ে জনগণের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসলে আমরা কারফিউ তুলে নেব।”
গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় পুলিশ সদস্যসহ কয়েকজনকে হত্যার বর্ণা দিয়ে মন্ত্রী বলেন, “এগুলোর দায়ভার কে নেবে?
“যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, আন্দোলনকে ডাইভার্ট করে নিয়ে গিয়েছিলেন, এদের সবারেই দায়ভার নিতে হবে।”
কোটা আন্দোলনকারীরা নতুন যে কর্মসূচি ঘোষণার কথা বলছে, সেটি নিয়েও কথা বলেন মন্ত্রী। নতুন করে কোনো কর্মসূচি দিলে তা প্রত্যাহার করার অনুরোধ জানান।
তিনি বলেন, “আন্দোলন উইথড্র না করলে দায় তারা দায় দায়িত্ব এড়াতে পারেন না।”
কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আগেরদিন তিনি বলেছিলেন, এই সমন্বয়কারীরা তাদের স্বজনদের কাছে নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলেছেন। এটা জানতে পেরে তিন জনকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। পরদিন হেফাজতে নেওয়া হয় আরও দুইজনকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ জনকে জিজ্ঞাসাবাদ করছি, তারা অনেকের নাম বলছে, সেটি আমরা যাচাই বাছাই করে দেখছি।”
গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি এবং একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়।
পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারা দেশে মোতায়েন করা হয় সেনা সদস্যদের।
প্রথমদিন দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় বাজার করার জন্য। পরের দিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে।
তিন দিনের মধ্যে সহিংসতা থামলে পরে সিদ্ধান্ত হয় কোনো জেলায় কারফিউ শিথিলের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে।
এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়েছে।
শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।
গত সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ।
নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ৬ ঘণ্টা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
বিধিনিষেধ শিথিল করার পর রাজধানীর জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। গণপরিবহন চলতে শুরু করেছে। দূরপাল্লার বাসও ছাড়ছে। ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচলও শুরু হয়েছে শুক্রবার।
তবে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্তে ট্রেন চলাচল এখনও বন্ধ আছে।
হামলায় মেট্রোরেলের দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেট্রো ট্রেন বন্ধ আছে। টোল প্লাজা পুড়িয়ে দেওয়ার ঘটনায় বন্ধ আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও।