কোনো ব্যাংকে ডলার সংকট থাকলে অগ্রাধিকার ভিত্তিতে আগে সারের ঋণপত্র খুলতে হবে।
Published : 13 Nov 2024, 07:51 PM
সার আমদানিতে ঋণপত্র বা এলসি খোলায় ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, “সার আমদানিতে ঋণপত্র খোলায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হল।”
এই নির্দেশনা চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
বিআরপিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনকি কোনো ব্যাংকে ডলার সংকট থাকলে অগ্রাধিকার ভিত্তিতে আগে সারের ঋণপত্র খুলতে হবে। তাছাড়া সার আমদানিতে মার্জিন শূন্য রাখলেও হবে। এই সার্কুলারের মাধ্যমে সার আমদানিতে অগ্রাধিকার দেওয়া হল।”
“আগেও সারের ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করা ছিল না। তবে সার সরবরাহ অব্যাহত থাকলে তা কৃষি উৎপাদনের জন্য ভালো, তাতে উৎপাদন বাড়বে”- বলেন এই কর্মকর্তা।