ঢাকা থেকে টঙ্গী জংশন পর্যন্ত একটি লাইনে ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকায় প্রভাব পড়ে ট্রেনের সূচিতে।
Published : 25 Nov 2024, 12:29 PM
ঢাকার উত্তরার আজমপুরে লাইনচ্যুত হওয়া কনটেইনার ট্রেন সরানোর পর ঢাকা থেকে টঙ্গী জংশন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকার কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়। এরপর দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হয়।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামগামী ওই কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকা থেকে টঙ্গী জংশন পর্যন্ত একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করার কারণে প্রভাব পড়ে ট্রেনের সূচিতে।
স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, “ঢাকা থেকে যাওয়ার পথটি প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকলেও ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। তাতে চলাচল বন্ধ হয়নি, তবে কিছু ট্রেনের আধাঘণ্টা, ৪০ মিনিট বা এক ঘণ্টার মতো বিলম্ব হয়েছে।”
পুরনো খবর