“ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে; মূল সড়কে কখনোই চলাচল করা যাবে না,” বলেন মেহেদী হাসান।
Published : 13 Jul 2024, 04:58 PM
এইচএসসি পরীক্ষা, আশুরা ও উল্টা রথযাত্রার কারণে চলতি সপ্তাহে ঢাকায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানজট হতে পারে বলে আভাস দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলন করে এ তথ্য যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, “আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সপ্তাহে তিনটি পরীক্ষা আছে- কাল একটি, ১৬ তারিখে একটি এবং ১৭ তারিখে আরেকটি। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসের মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায়, এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
“এছাড়াও ১৫ তারিখ সোমবার উল্টা রথযাত্রা আছে। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবে। সারা ঢাকা শহরে তাদের গমনাগমন বৃদ্ধি পাবে। পাশাপাশি ১৭ তারিখে মুসলমান ধর্মাবলম্বীদের আশুরা আছে, তাজিয়া মিছিল আছে। এই সময়টাতে যানজট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে।”
রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলছে, তাদের নিয়ন্ত্রণে পুলিশের কোনো পরিকল্পনা বা উদ্যোগ আছে কি না, এ প্রশ্নের উত্তরে ট্রাফিক পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে অটোরিকশা চলাচলের অনুমোদন দিয়েছেন। কিন্তু অটোরিকশা চালকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। এটা স্পষ্ট করা দরকার যে, প্রধান রাস্তায় তাদের চলাচলের কোনো ধরনের অনুমতি নেই।
“ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। মূল সড়কে কখনোই চলাচল করা যাবে না। আমরা প্রতি ইঞ্চি জায়গায় পুলিশ দিতে পারব না। তাই আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর মূল সড়কে স্বল্প গতির কোনো যানবাহন চলবে না। সেজন্য পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে আইনের প্রয়োগ করা হচ্ছে।”
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছেন বলে জানান যুগ্ম কমিশনার মেহেদী।