আগুনে হোটেল, সেলুনসহ কয়েকটি দোকান পুড়ে গেছে।
ঢাকার ওয়ারীর হাটখোলা রোডে রাত পৌনে ১২টার একটি প্রাইভেট কারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার মাঝরাতের এ দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে প্রাইভেটকারের ভেতরে আটকে থাকা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
উল্টে পড়া ট্রাকটিতে তারের রোল ছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত পৌনে ১২টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির ড্রাইভারের দিকে উল্টে পড়ে। এতে গাড়িটির এক পাশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।
সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে উদ্ধার কাজ করছে বলে জানান তিনি।