সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
Published : 03 Mar 2025, 05:00 PM
‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে অর্থপাচারের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
সোমবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখ।
তিনি বলেন, “তাকে অর্থপাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে পাঠানো হবে তাকে।”
এর আগে ইমরান হোসেনের ২৭টি ব্যাংক হিসাব জব্দ করে আদালত। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।
গত বছর ঈদুল আজহার আগে কোটি টাকার দামের ‘বংশ মর্যাদাসম্পন্ন গরু’ ও ছাগলের দাম ১৫ লাখ টাকা চাওয়ার ঘটনায় শুরু হয় সমালোচনা।
সেই ছাগল ১২ লাখ টাকায় কেনার চুক্তি করেন মুশফিকুর রহমান ইফাত নামে ১৯ বছর বয়সী এক তরুণ।
১৯ বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার চুক্তির পর তার বাবা এনবিআর সদস্য মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য আসে গণমাধ্যমে।
এরপর সাদিক অ্যাগ্রোর নানা অনিয়মের বিষয়েও প্রতিবেদন প্রকাশ হয় সংবাদমাধ্যমে।
এর আগে কোভিড মহামারীর সময় আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। ২০২১ সালের জুলাইয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে টার্কিশ এয়ারলাইন্সে আসা নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু।
‘শাহিওয়াল’ নাম দিয়ে যুক্তরাষ্ট্র থেকে গরুগুলো আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো।
ওই সময় গরু আমদানির প্রতিটি নথি জাল হিসেবে চিহ্নিত করেছিলেন শুল্ক কর্মকর্তারা। সে সময় গরু আমদানির বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন।