সবমিলিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
Published : 02 Mar 2025, 12:40 PM
নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ নেওয়াদের মধ্যে রয়েছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হোসেন ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম।
গত ১৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজি আহমেদ ভূঞা অনুষ্ঠান পরিচালনা করেন।
ক্ষমতার পটপরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান করে আরো চার সদস্য নিয়োগ দেওয়া হয়।
পরে পিএসসি সদস্য হিসেবে দায়িত্ব নেন আরও চারজন। রোববার নতুন সাতজন শপথ নেওয়ায় পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে।