গত ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেয় সরকার।
Published : 06 Nov 2024, 05:44 PM
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য শপথ নিয়েছেন।
তারা হলেন- এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস ও এম সোহেল রহমান।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ নেওয়া চারজন এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনকে পিএসসির সদস্য হিসেবে গত ৩১ অক্টোবর নিয়োগ দেয় সরকার। তবে বুধবার শপথ অনুষ্ঠানে ছিলেন জালাল উদ্দিন।
ক্ষমতার পটপরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান করে আরও চারজন সদস্য নিয়োগ দেওয়া হয়।
কমিশনের অন্য সদস্যরা হলেন মো. সুজায়েত উল্লাহ, নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম এবং নাজমুল আমিন মজুমদার।
পুরনো খবর-