অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক।
Published : 24 Sep 2024, 01:14 PM
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়েছে।
🇧🇩Foreign Affairs Adviser, HE Md. Touhid Hossain and 🇮🇳External Affairs Minister, HE @DrSJaishankar, met at #UNGA79 sidelines and discussed issues of mutual interest between #Bangladesh|#India.@IndianDiplomacy @Yunus_Centre @ChiefAdviserGoB pic.twitter.com/gbFomhRS6T
— Ministry of Foreign Affairs, Bangladesh (@BDMOFA) September 24, 2024
বৈঠকের দুটি ছবি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশ-ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।”
অন্যদিকে জয়শঙ্কর এক্সে পোস্টে জয়শঙ্কর লিখেছেন, “এই সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি বৈঠক করেছি। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর নিবদ্ধ ছিল আলোচনা।”
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হবে, তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে।
এর মধ্যে ‘ন্যায্যতা এবং সমতার’ ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ‘স্থিতিশীল সম্পর্ক অব্যাহত’ রাখতে কিছুদিন আগে আগ্রহের কথা জানিয়েছিল ভারত।
জয়শঙ্কর বলেছিলেন, “প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী।”
বাংলাদেশের সঙ্গে 'স্থিতিশীল সম্পর্ক' রাখতে ভারত আগ্রহী: জয়শঙ্কর
রাজনাথ সিংয়ের বক্তব্যে 'যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক': পররাষ্ট্র উপদেষ্টা