বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’, সেসব নিয়ে কোনো মন্তব্য করা ‘সমীচীন নয়’, বলেন তিনি।
Published : 17 Sep 2024, 08:08 PM
প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ‘স্থিতিশীল সম্পর্ক অব্যাহত’ রাখতে ভারত ‘আগ্রহী’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে বলতে গিয়ে ‘প্রতিবেশীরা এক অপরের ওপর নির্ভরশীল’ মন্তব্য করে তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’, সেসব নিয়ে কোনো মন্তব্য করা ‘সমীচীন নয়’।
মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গেও কথা কথা বলেন জয়শঙ্কর।
এদিন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে দেশ চালানোর ১০০ দিন উপলক্ষে তিনি এনডিটিভির মুখোমুখি হন। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে দিল্লির দূতিয়ালি, ভারতের মুসলমানদের নিয়ে ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনির মন্তব্য, গাজা যুদ্ধ, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরসহ তার সরকারের পররাষ্ট্র নীতির নানা দিক নিয়ে আলাপের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গও আসে।
প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়।
ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে: ছাত্রদের ইউনূস
শেখ হাসিনাকে নিয়ে উভয়সঙ্কটে থাকা ভারত কী করবে?
এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে কীভাবে ভারতে গেছেন, সে বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষকে অবহিত করেন জয়শঙ্কর এবং তিনি এও জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে। তবে এবারে বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ক রক্ষায় বিস্তারিত কথা বলেছেন মোদী সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী।
#NDTVProfitExclsuive | Bangladesh issue is their internal affair, we will maintain relations with government of the day, says External Affairs Minister S Jaishankar.
Read ⬇️https://t.co/GexY64Znrp
— NDTV Profit (@NDTVProfitIndia) September 17, 2024
জয়শঙ্কর বলেন, “প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী।“
রাজনাথ সিংয়ের বক্তব্যে 'যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক': পররাষ
বাংলাদেশে কিছুদিন ধরে যা ঘটেছে বা ঘটছে সেটি দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ মন্তব্য করে তিনি বলেন, “এই বিষয়ে কথা বলা নিতান্তই অনভিপ্রেত। এটুকু বলতে পারি, আমরা সব সময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি।”
#NDTVProfitExclusive | We have to focus on manufacturing, says EAM S Jaishankar.
Watch Live: https://t.co/vcTR4Gxtkv pic.twitter.com/HLenjolrTa
— NDTV Profit (@NDTVProfitIndia) September 17, 2024
এদিকে বাংলাদেশে ‘উগ্রবাদের উপস্থিতি’ নিয়ে ভারত ‘উদ্বিগ্ন’ বলে কয়েকদিন আগে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
তবে বাংলাদেশের পরিস্থিতি ‘স্থিতিশীল’ হয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও রাহুল বলেছেন।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত 'উদ্বিগ্ন': রাহু
আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তা সমস্যার সমাধান চায় বাংলাদেশ: ইউনূস
এদিকে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে।
প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক সমান সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে সার্ককে আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন ইউনূস।