বিজয়ের বার্ষিকীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা।
Published : 11 Dec 2024, 12:35 AM
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সব সরকারি-বেসরকারি হাই স্কুল ও কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
এর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলা এবং সম্ভব হলে নৌকা বাইচের আয়োজন করতে বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে।
বিজয়ের বার্ষিকীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা।
তার আগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের সাধারণ প্রশাসন উইংয়ের উপপরিচালক মো. শাহজাহান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহান বিজয় দিবসে সুবিধাজনক সময়ে ক্রীড়া অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
“আর শহীদ বুদ্ধিজীবী দিবসে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।”
বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে সব সরকারি-বেসরকারি হাই স্কুল ও কলেজের কর্মসূচি ঘোষণা করে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান উপপরিচালক।
আসছে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৩তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। গণ অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর এটাই প্রথম বিজয় দিবস।