ভেজা শরীরে রিকশা ‘চার্জ’ দিতে গিয়ে চালকের মৃত্যু

নিহতের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 04:04 PM
Updated : 27 April 2023, 04:04 PM

ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে এক ব্যাটারিচালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে।

আব্দুল কাদের নামের ৪০ বছর বয়সী ওই চালক বৃহস্পতিবার সন্ধ্যায় ভেজা শরীর নিয়ে রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে গ্যারেজ মালিক লিটন শেখ জানিয়েছেন।

তিনি বলেন, “কাদের বাইরে থেকে যখন রিকশা নিয়ে গ্যারেজে আসে, বৃষ্টিতে তার শরীর ভেজা ছিল। ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে।”

গ্যারেজ মালিক লিটনই ওই রিকশা চালককে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন জরুরি বিভাগের চিকিৎসক কাদেরকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

কাদেরের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দনকোঠা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে।