কমিশনের সদস্যদের অসামঞ্জস্যতার ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করে তদন্ত সাপেক্ষে জবাবদিহির কথা বলেছেন ইফতেখারুজ্জামান।
Published : 11 Dec 2024, 05:57 PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে ‘স্বচ্ছতা নিশ্চিতে’ তাদের আয় ও সম্পদের বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে তাদের অবস্থান এবং দলীয় আনুগত্য থাকলে তার তথ্যও প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য সাবেক সচিব মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে মঙ্গলবার দুদক গঠিত হয়েছে। এর পরদিনই কমিশনের সদস্যদের নিয়োগের ‘স্বচ্ছতা নিশ্চিতের’ আহ্বান জানাল টিআইবি।
দুদকের নতুন দুই কমিশনের হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ।
তাদের ব্যাপারে টিআইবি যে তথ্য প্রকাশের কথা বলছে, সেগুলোতে কোনো প্রকার অসামঞ্জস্যতার ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জবাবদিহির কথা বিজ্ঞপ্তিতে বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সেইসঙ্গে নতুন চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও ‘নতুন বাংলাদেশ অভীষ্টের প্রতি’ অনঢ় থেকে সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারের আহ্বানও জানিয়েছেন তিনি।
তুমুল গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
এরপর ১০ নভেম্বর দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে সরকার, যার সভাপতি হন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।
বাছাই কমিটি গঠনের এক মাসের মাথায় মঙ্গলবার নতুন কমিশনের সদস্যদের নামে ঘোষণা করা হয়।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন।
তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। ২০০৯ সালে অতিরিক্ত সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার।
আর ক্ষমতার পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে ফিরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব দেয়।
আরও পড়ুন-
মোমেনের নেতৃত্বে নতুন দুদক কমিশন
পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেন
দুদক চেয়ারম্যান-কমিশনার খুঁজতে কমিটি, সদস্য হলেন সাবেক মন্ত্রিপরিষদ