গত ১৮ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল মোমেন।
Published : 10 Dec 2024, 12:35 PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রের কর্মকর্তারা।
মঙ্গলবার আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
“আমি জেনেছি তিনি পদত্যাগ করেছেন এবং প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।”
গত ১৮ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল মোমেন।