বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালুর সঙ্গে সঙ্গেই আগুন ধরে।
রাজধানীর মধ্য বাড্ডায় সরস্বতী নামে একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে।
বাড্ডা ইউলুপের পোস্ট অফিস গলির ওই দোকানে দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, তাদের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।