শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ আদেশ দেন।
Published : 12 Dec 2024, 04:35 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ’ করে ‘হত্যার ষড়যন্ত্র’ মামলায় জামিন পেয়েছেন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন।
বৃহস্পতিবার আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তিনি।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. মাহবুবুল হক তার জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদুর রহমান।
তিনি বিডিনিউজকে টোয়েন্টিফোরকে বলেন, রাষ্ট্রপতির আদেশে আত্মসমর্পণের স্বার্থে মিজানুর রহমানের সাজা এক বছরের জন্য বাতিল করা হয়েছিল। আজকে তিনি আত্মসমর্পণ করে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ও জামিনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেছে।
এর আগে গত ২১ নভেম্বর আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে এ মামলায় জামিন পান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান।
গত ৩ অক্টোবর আরেক আসামি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন পেয়ে কারামুক্ত হন।
এ মামলায় কারাদণ্ড পাওয়া মাহমুদুর রহমান গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ মামলায় রায় দেন।
রায়ে শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো একমাস কারাভোগ করতে হবে।
পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের সবাইকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো এক মাসের কারাদণ্ড দেন বিচারক।
আলাদা দুটি ধারার দেওয়া সাজা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়। ফলে তাদের সবমিলিয়ে পাঁচ বছর সাজা খাটতে হবে।
যুক্তরাষ্ট্রে জয়কে ‘অপহরণের চক্রান্তের’ অভিযোগে ২০১৫ সালের ৩ অগাস্ট গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ফৌজদারি দণ্ডবিধির ৩০৭ ও ১২০ (বি) ধারায় ঢাকার পল্টন থানায় এ মামলা দায়ের করেন।
সেখানে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্র’ করেছিলেন।
২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পুরনো খবর:
জয়কে 'হত্যার ষড়যন্ত্র': শফিক রেহমান, মাহমুদুর রহমানের ৭ বছরের সাজা
হাসিনাপুত্র জয়কে 'হত্যাচেষ্টার' মামলায় শফিক রেহমানের জামিন
শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিত
ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান