“কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। কিছু টেস্ট করা হয়েছে, আজও কিছু আলামত নেওয়া হয়েছে; সেগুলোও টেস্ট করা হবে।”
Published : 30 Dec 2024, 07:28 PM
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, মঙ্গলবার বিকালের মধ্যে সরকারের কাছে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার ‘চেষ্টা’ করছেন তারা।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “একটু আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমতি নিয়েছি, টাইমটা যেন বাড়িয়ে দেওয়া হয়। কালকে আমরা আবার বসব। বসে আমরা প্রাথমিক একটা ধারণা করতে পারব।”
পরে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়, “বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য সময়সূচি সংশোধন করেছে। কমিটি মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে।”
গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়, যে সময়সীমা শেষ হয় সোমবার।
তদন্ত কমিটির আহ্বায়ক সোমবার সাংবাদিকদের বলেন, “এখানে অনেকগুলো টিম একসাথে কাজ করছে। সেনাবাহিনী, বুয়েট, গণপূর্ত, পুলিশ, আইসিটি টিম কাজ করছে। পাঁচটি টিম থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে এগুলো ডিসকাশন করে, কো-রিলেট করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি প্রাথমিকভাবে কী বলা যায়।
“সেটা করতে গিয়ে দেখা যায় কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। কিছু টেস্ট করা হয়েছে, আজও কিছু আলামত নেওয়া হয়েছে; সেগুলোও টেস্ট করা হবে।”
কিছু পরীক্ষার সক্ষমতা দেশে নেই জানিয়ে নাসিমুল গনি বলেন, “আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, বিদেশে যেখানে প্রয়োজন পাঠাব। বিদেশে যেখানে সুবিধা আছে সেখানে পাঠাব। একটা মেটারিয়াল যাবে, আসবে; যতটা করা সম্ভব করা হবে।”
মঙ্গলবার বিকালের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আহ্বায়ক বলেন, “আশা করছি, আগামীকাল প্রাথমিক প্রতিবেদন দিতে পারব ইনশাহআল্লাহ। বিকাল ৫টা পর্যন্ত আমি টাইম নিয়েছি। তারপরও দেখা যাক, এর আগে যদি পারি তো করব। আমাদের অনেকগুলো টিম কাজ করছে। এটা কোরিলেট করতে সময় লাগে।”
এই কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ড: উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক
সচিবালয়ে আগুন: কয়েকজনকে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির