প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন।
Published : 11 Apr 2025, 01:35 PM
ঢাকার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে যাত্রাবাড়ী থানার এস আই মোরশেদ আলম জানিয়েছেন।
তিনি বলেন, “ভোরবেলা গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী। প্রাথমিকভাবে আমরা জেনেছি ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন।”
তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।
এস আই আলম বলেছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া তাকে চাপা দেওয়া গাড়ির সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই এসআই।