আকাশপথে ইয়াবা এনে ঢাকায় ধরা পড়লেন যুবক

এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 02:52 PM
Updated : 20 May 2023, 02:52 PM

কক্সবাজার থেকে উড়োজাহাজে চেপে ঢাকায় এসে দেড় সহস্রাধিক ইয়াবাসহ ধরা পড়েছেন এক যুবক।

শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহেল রানা নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

৩২ বছর বয়সী সোহেলের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামে। তার কাছ থেকে ১ হাজার ৬৭২টি ইয়াবা জব্দ করা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকায় আসেন সোহেল।

"গোপন তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে অফিসে এনে অবৈধ কিছু আছে কি না জানতে চাওয়া হয়। প্রথমে তিনি অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।"

সোহেলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।