আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
Published : 17 Sep 2024, 08:23 PM
গণআন্দোলনে শেখ হাসিনার দেশ ছাড়ার পর তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের ৩৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন মঙ্গলবার এক মতবিনিময় সভায় বলেন, “এখন পর্যন্ত ৩৭ জন দেশের বিভিন্ন কারাগারে আছেন। এর মধ্যে নয়জন কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছেন।”
গেল জুলাই-অগাস্টের গণআন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
শনিবার রাতে ঢাকার ইস্কাটনে গ্রেপ্তার হন ক্ষমতাচ্যুত সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। পরদিন রোববার রাতে গ্রেপ্তার হলেন আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী।
এরপর সোমবার রাতে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে। এসব নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নিয়েছে পুলিশ।
কারা মহাপরিদর্শক বলেন, “কারাগারে এখন শুদ্ধি অভিযান চলছে। কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু কিছু দুর্নীতি অনিয়ম বেরিয়ে আসছে। সর্বোপরি নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক নিয়মবহির্ভূত তৎপরতা কারা বিভাগের কর্ম-দক্ষতাকেই অনেক সময় প্রশ্নের মুখে ফেলেছে। ”
আরও পড়ুন-
রেস্তোরাঁকর্মী হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী
হাসপাতাল থেকে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন
ফের চার দিনের রিমান্ডে দীপু মনি
হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল