এই অধ্যাপক বলেছেন তিনি কোনো না কোনোভাবে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত থাকবেন।
Published : 10 Mar 2025, 05:43 PM
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম তার পদত্যাগের কারণ খোলাসা করতে নারাজ।
তিনি বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ নিয়ে সবার কৌতুহল থাকলেও বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে চাইছেন না।
তিনি আরো বড় কোনো দায়িত্ব নিতে চলেছেন কী না সাংবাদিকরা জানতে চাইলেও এই অধ্যাপক সে বিষয়েও কিছু জানাননি।
সোমবার আমিনুল ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।
পরে সচিবালয় ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তাদের প্রশ্নের জবাবে বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এটুকু বলছি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে।”
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি কারণটা বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।”
দেশের মানুষ তার পদত্যাগের বিষয়ে জানতে চাচ্ছে বলা হলে আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “জানি, কিন্তু কি কারণ আমি সেটা বলতে চাচ্ছি না।”
আরও বড় দায়িত্বে যাচ্ছেন কী না জানতে চাইলেও তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না।।”
পরবর্তী পরিকল্পনা কী প্রশ্নে এই অধ্যাপক বলেছেন তিনি কোনা না কোনোভাবে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত থাকবেন।
আনিমুল ইসলামের পদত্যাগ নিয়ে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এটা জানি। কিন্তু কী করণে পদত্যাগ করছেন সেটা জানা নেই।”
তবে প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সরকারই চাইছিল তিনি আর ওই দায়িত্বে না থাকুন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এরপর সাত মাসে উপদেষ্টা পরিষদে কয়েক দফা পরিবর্তন এসেছে, যোগ হয়েছে নতুন মুখ। ২২ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বর্তমানে সরকার চালাচ্ছেন প্রধান উপদেষ্টা।
সবশেষ গত ৫ মার্চ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), তাকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
এর আগে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা উপদেষ্টার দায়িত্বও সামলাচ্ছিলেন।
প্রধান উপদেষ্টা গত নভেম্বরে প্রতিমন্ত্রীর মর্যাদায় যে তিনজনকে বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অধ্যাপক আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।